Aami Cholechhi Tar Dake

আমি চলেছি তাঁর ডাকে
যে আমায় কাছে টানে
যে আমার মনকে জানে
যে আমায় ভাবের ঘোরে বিভোর করে রাখে

আমি চলেছি তাঁর ডাকে

আমি চলেছি তাঁর ডাকে
আমি চলেছি তাঁর ডাকে
যে আমায় কাছে টানে
যে আমার মনকে জানে
যে আমায় কাছে টানে
যে আমার মনকে জানে
যে আমায় ভাবের ঘোরে বিভোর করে রাখে

আমি চলেছি তাঁর ডাকে
আমি চলেছি তাঁর ডাকে

আমার এইটুকু তো ছিল চাওয়া
বাঁধন খুলে হারিয়ে যাওয়া
আমার এইটুকু তো ছিল চাওয়া
বাঁধন খুলে হারিয়ে যাওয়া
তাঁর দু'পায়ে উজাড় করে
তাঁর দু'পায়ে উজাড় করে
দেবো আমি এই আমাকে

আমি চলেছি তাঁর ডাকে
আমি চলেছি তাঁর ডাকে

আমি আমার কাছেই অচেনা হই
এই আমি আর সেই আমি নই
আমি আমার কাছে অচেনা হই
এই আমি আর সেই আমি নই
যিনি গুরুর গুরু, কল্পতরু
যিনি গুরুর গুরু, কল্পতরু
আমি কেবল বুঝি তাঁকে

আমি চলেছি তাঁর ডাকে
আমি চলেছি তাঁর ডাকে
যে আমায় কাছে টানে
যে আমার মনকে জানে
যে আমায় কাছে টানে
যে আমার মনকে জানে
যে আমায় ভাবের ঘোরে বিভোর করে রাখে

আমি চলেছি তাঁর ডাকে
আমি চলেছি তাঁর ডাকে
আমি চলেছি তাঁর ডাকে
আমি চলেছি তাঁর ডাকে



Credits
Writer(s): Ashok Bhadra
Lyrics powered by www.musixmatch.com

Link