Nao Tumi Eka Nou

নও তুমি একা নও, আমি আছি সাথে

এ কথা দিলাম আমি হাত রেখে হাতে
এ কথা দিলাম আমি হাত রেখে হাতে

নও তুমি একা নও, আমি আছি সাথে
নও তুমি একা নও আমি আছি সাথে
পারবে না কোনো ব্যথা তোমায় কাঁদাতে
পারবে না কোনো ব্যথা তোমায় কাঁদাতে

নও তুমি একা নও, আমি আছি সাথে
নও তুমি একা নও, আমি আছি সাথে

আমায় তোমার ভালোবাসা করেছে যে অনেক ঋণী
সুখ-দুঃখের সাথি হয়ে থাকব কাছে চিরদিনই
থাকব কাছে চিরদিনই

তারা হয়ে রবো ঐ চোখেরই তারাতে
পারবে না কোনো ব্যথা তোমায় কাঁদাতে

নও তুমি একা নও, আমি আছি সাথে
আর আমি একা নই, তুমি আছ সাথে

অদেখা আলোতে ভরে গেল বুক অজানা নতুন আবেশে
যে কথা দিলাম আমি হাত রেখে হাতে ধ্রুবতারা হয়ে যাবে শেষে
ধ্রুবতারা হয়ে যাবে শেষে

মন ভরে গেল, ওগো, তোমারই কথাতে
পারবে না কোনো ব্যথা তোমায় কাঁদাতে

নও তুমি একা নও, আমি আছি সাথে
আর আমি একা নই তুমি আছ সাথে
এ কথা দিলাম আমি হাত রেখে হাতে
এ কথা দিলাম আমি হাত রেখে হাতে

নও তুমি একা নও, আমি আছি সাথে
নও তুমি একা নও, আমি আছি সাথে



Credits
Writer(s): Banerjee Pulak, Jain Ravindra
Lyrics powered by www.musixmatch.com

Link