Basan Noy

শুধু বসন নয়, মন করেছো হরণ
শুধু বসন নয়, মন করেছো হরন
প্রভু, সব সঁপে তোমাতে নিলাম শরণ
সব সঁপে তোমাতে নিলাম শরণ
আশ্রয় দাও আশ্রিতরে, শ্রী মধুসূদন
বসন নয়, মন করেছো হরণ

ঘর হয়েছে পর, পর হলো যে আপন
কৃষ্ণ-প্রেমের কাঙালী আমি
হৃদয় জুড়ে তাই লাগে কাঁপন

ঘর হয়েছে পর, পর হলো যে আপন
কৃষ্ণ-প্রেমের কাঙালী আমি
হৃদয় জুড়ে তাই লাগে কাঁপন
শ্যাম, তোমাকে চাই, হও আমার মধুর মরণ
শ্যাম, তোমাকে চাই, হও আমার মধুর মরণ

শুধু বসন নয়, মন করেছো হরণ

রাধা রাধা বলে ডাকে এই বাঁশি মোহন
শ্রীমতির গলাতে পরাবে ফাঁসি
প্রেমেরই হোক উদ্বোধন

রাধা রাধা বলে ডাকে এই বাঁশি মোহন
শ্রীমতির গলাতে পরাবে ফাঁসি
প্রেমেরই হোক উদ্বোধন
রাধে, তোমাকে চাই, হও আমার গলার ভূষণ
রাধে, তোমাকে চাই, হও আমার গলার ভূষণ

বসন নয়, মন করেছি হরণ
রাধে, সব দিয়ে করেছি তোমায় বরণ
রাধে, সব দিয়ে করেছি তোমায় বরণ
পূর্ণ করো কৃষ্ণ-রাধার এ মহামিলন
পূর্ণ করো কৃষ্ণ-রাধার এ মহামিলন
পূর্ণ করো কৃষ্ণ-রাধার এ মহামিলন



Credits
Writer(s): Dilip Kumar Roy, Prabir Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link