Chokher Jaler Daag

চোখের জলের দাগ ধরে
মনের সাগর তীরে
পৌঁছে গিয়েছি আমি আজ
লুকানো যাবে না আর কিছু
চোখ তুলে দেখো দেখি
বন্ধু আমায়, বন্ধু আমায়

কখনো কোনোদিন যদি
মন ভুলে হতে চায় নদী
তুমি দু'টি তট হয়ে
বলো বেঁধে নেবে তো আমায়

চোখের আড়ালে যেই সরে যাও
আমার নয়ন থেকে
সব আলো কেন মুছে যায়

কখনো যদি কোনোদিন
মন ভুলে হতে চায় দীন
কখনো যদি কোনোদিন
মন ভুলে হতে চায় দীন
ভোরের আকাশ হয়ে
বলো ডেকে নেবে তো আমায়

গোধূলি পেরিয়ে এলো যে আঁধার
স্মরণীয় করে দাও
সেই রাত ভালোবাসিবার

কোনোদিন যদি কখনো
মন রাত হতে চায় কোনো
কোনোদিন যদি কখনো
মন রাত হতে চায় কোনো
হাজার জোনাকি জ্বেলে
বলো তুমি দেবে তো আমায়

কখনো কোনোদিন যদি
মন ভুলে হতে চায় নদী
তুমি দু'টি তট হয়ে
বলো বেঁধে নেবে তো আমায়
কখনো কোনোদিন যদি



Credits
Writer(s): Mukul Dutta, Hemant Kumar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link