Jharer Hawa Chinnapata

ঝড়ের হওয়া, ছিন্ন পাতা
কোথা থেকে, কোথা উড়ে যায়
লিখেছে নিয়তি
কার কপালে কি
সেতো কেউ জানে না হায়।
ঝড়ের হওয়া, ছিন্ন পাতা
কোথা থেকে, কোথা উড়ে যায়
লিখেছে নিয়তি

কার কপালে কি
সেতো কেউ জানে না হায়।।

তাসের ঘরের মতো সাজানো জীবন
এই আছে এই চুরমার
এক নিমেষে শ্মশান হলো
একটি সোনার সংসার
ভাঙা গড়া নিয়ে জীবন

মেতে ওঠে নতুন খেলায়
লিখেছে নিয়তি
কার কপালে কি
সেতো কেউ জানে না হায়।।

ওঠে ঘূর্ণি, ওঠে তুফান
আসে হতাশা আসে ভয়
থামার পরে সূর্য হাসে
তখন আঁধার কোথা রয়
কাটা ঘুড়ি, সুতো ধরে
জীবন জীবন বাঁধে ঘর
লিখেছে নিয়তি
কার কপালে কি
সেতো কেউ জানে না হায়।।



Credits
Writer(s): Chakraborty Sapan
Lyrics powered by www.musixmatch.com

Link