Prem kichu

প্রেম কিছু কথা বলে যায়
একা করে চলে যায়
অভিমানী আমাকে
ও, প্রেম কিছু স্মৃতি দিয়ে যায়
স্বপ্ন কেড়ে নিয়ে যায়
হারানো পথের বাঁকে

প্রেম পরাজিত জোছনায়
অন্য কারো হয়ে যায়
বড়ো অবেলায়

ও, প্রেম কিছু কথা বলে যায়
একা করে চলে যায়
অভিমানী আমাকে

হৃদয়ে যত লুকানো ক্ষত
তাই যেন শেষ পাওয়া
অচেনা ভুলের বিরহ-কূলে
বেলাশেষে ভেসে যাওয়া

প্রেম পরাজিত জোছনায়
অন্য কারো হয়ে যায়
বড়ো অবেলায়

ও, প্রেম কিছু কথা বলে যায়
একা করে চলে যায়
অভিমানী আমাকে

প্রেমে যে ব্যথা, না বলা কথা
হলো না কখনো বলা
হারিয়ে সবই হারানো ছবি
খুঁজে খুঁজে পথ চলা

প্রেম পরাজিত জোছনায়
অন্য কারো হয়ে যায়
বড়ো অবেলায়

প্রেম কিছু কথা বলে যায়
একা করে চলে যায়
অভিমানী আমাকে
ও, প্রেম কিছু স্মৃতি দিয়ে যায়
স্বপ্ন কেড়ে নিয়ে যায়
হারানো পথের বাঁকে

প্রেম পরাজিত জোছনায়
অন্য কারো হয়ে যায়
বড়ো অবেলায়

ও, প্রেম কিছু কথা বলে যায়
একা করে চলে যায়
অভিমানী আমাকে



Credits
Writer(s): Ayub Bachchu, Sazzad Hossain
Lyrics powered by www.musixmatch.com

Link