E Bhara Badara

ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর
ভরা বাদর

ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর
ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর
ভরা বাদর

ঝঞ্ঝা ঘন গরজন্তি সন্ততি
ভুবন ভরি বরিখন্তিয়া
কান্ত পাহুন, বিরহ দারুণ
সঘনে খরশর হন্তিয়া

কুলিশ শত শত, পাত মোদিত
ময়ূর নাচত মাতিয়া
ময়ূর নাচত
ময়ূর নাচত
ময়ূর নাচত মাতিয়া
মত্ত দাদুরী ডাকে ডাহুকি
ফাটি যাওত ছাতিয়া

তিমির দিগ ভরি, ঘোর যামিনী
অথির বিজুরিক পাঁতিয়া
বিদ্যাপতি কহে কৈছে গোঙায়বি
হরি বিনে দিন রাতিয়া

ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর
ভরা বাদর



Credits
Writer(s): Suman Ghosh, Vidyapati
Lyrics powered by www.musixmatch.com

Link