Amader Ei Deshe Habe

আমাদের এই দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে
আমাদের এই দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে
হায় মরি, কি করি? সেই ছেলে হওনি তো তুমি এখনও
আহা, হায় মরি, কি করি? সেই ছেলে হওনি তো তুমি এখনও

তুমি বিচার করো, কোন কাজেতে ছোট আমি, কোন কথাতে বড়
মুড়ো কাটতেও জানি আমি, ল্যাজা কাটতেও জানি
দাঁড়ি চাঁছতেও জানি আমি, গোঁফ ছাটতেও জানি
আদা বাটতেও জানি আমি, তাস বাটতেও জানি
পুলিশ হয়েও চোরের ভয়ে পিছু হাঁটতেও জানি
বড় বড় কথা দিয়ে, ভোটের আগে কান ফাটিয়ে
বাক্যবাণে মানুষ আমি কোথায় করি জড়ো

হায় মরি, সুন্দরী, সেই ছেলে হইনি কি আমি এখনও
হায় মরি, সুন্দরী, সেই ছেলে হইনি কি আমি এখনও

মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন
মানুষ যে হতেই হবে, এই যার পণ
মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন
মানুষ যে হতেই হবে, এই যার পণ

হায় মরি, কি করি? সেই ছেলে হওনি তো তুমি এখনও
আহা, হায় মরি, কি করি? সেই ছেলে হওনি তো তুমি এখনও

কেন এমন বলো
শুনে আমার চোখটা দেখো করছে ছলছল

মানুষ শুধু হইনি আমি, হয়ে গেছি কবি
পদ্যে আমি রাখছি এঁকে তোমার মুখের ছবি
তোমার চলন, তোমার বলন, লাগছে ভালো সবই
রান্না তুমি ভালোই করো, একটু আমি লোভী
তুমি শুধু হেসে হেসে দূর থেকে কাছে এসে
লজ্জা ভুলে হাতটা ধরে সঙ্গে আমার চলো

হায় মরি, সুন্দরী, সেই ছেলে হইনি কি আমি এখনও
হায় মরি, সুন্দরী, সেই ছেলে হইনি কি আমি এখনও



Credits
Writer(s): Antara Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link