Aaj Jyotsnarate Sabai Gechhe - Original

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে

যাব না
যাব না গো যাব না যে
রইনু পড়ে ঘরের মাঝে
যাব না গো যাব না যে
রইনু পড়ে ঘরের মাঝে
এই নিরালায়
এই নিরালায় রব আপন কোণে
যাব না এই মাতাল সমীরণে

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে

আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে মুছতে হবে মোরে
আমার এ ঘর বহু যতন ক'রে
ধুতে হবে মুছতে হবে মোরে

আমারে যে জাগতে হবে
কী জানি সে আসবে কবে
আমারে যে জাগতে হবে
কী জানি সে আসবে কবে
যদি আমায়
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link