Jay Re Srabana Kari Rasbrsha

যায় রে শ্রাবণকবি রসবর্ষা ক্ষান্ত করি তার
কদম্বের রেণুপুঞ্জে পদে পদে কুঞ্জবীথিকার
ছায়াঞ্চল ভরি দিল
জানি, রেখে গেল তার দান বনের মর্মের মাঝে
দিয়ে গেল অভিষেকস্নান সুপ্রসন্ন আলােকেরে
মহেন্দ্রের অদৃশ্য বেদীতে
ভরি গেল অর্ঘ্যপাত্র বেদনার উৎসর্গ-অমৃতে
সলিলগণ্ডুষ দিতে তটিনী সাগরতীর্থে চলে
অঞ্জলি ভরিল তারি

ধরার নিগূঢ় বক্ষতলে রেখে গেল তৃষ্ণার সম্বল
অগ্নিতীক্ষ্ণ বজ্রবাণ
দিগন্তের তূণ ভরি একান্তে করিয়া গেল দান কালবৈশাখীর তরে
নিজ হস্তে সর্ব ম্লানতার চিহ্ন মুছে দিয়ে গেল
আজ শুধু রহিল তাহার রিক্তবৃষ্টি
জ্যোতিঃশুভ্র মেঘে মেঘে মুক্তির লিখন
আপন পূর্ণতাখানি নিখিলে করিল সমর্পণ



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link