Chhinna Shikal Paye Niye Orey Pakhi - Original

ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি
যা উড়ে, যা উড়ে, যা রে একাকী
ছিন্ন শিকল পায়ে নিয়ে

বাজবে তোর পায়ে সেই বন্ধ
পাখাতে পাবি আনন্দ
বাজবে তোর পায়ে সেই বন্ধ
পাখাতে পাবি আনন্দ
দিশাহারা মেঘ যে গেল ডাকি
যা উড়ে, যা উড়ে, যা রে একাকী

ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি
যা উড়ে, যা উড়ে, যা রে একাকী
ছিন্ন শিকল পায়ে নিয়ে

নির্মল দুঃখ যে সেই তো মুক্তি
নির্মল শূন্যের প্রেমে
নির্মল দুঃখ যে সেই তো মুক্তি
নির্মল শূন্যের প্রেমে
আত্মবিড়ম্বন দারুন লজ্জা
নিঃশেষে যাক সে থেমে

দুরাশার যে মরাবাঁচায় এতদিন ছিলি তোর খাঁচায়
দুরাশার যে মরাবাঁচায় এতদিন ছিলি তোর খাঁচায়
ধূলিতলে তারে যাবি রাখি
যা উড়ে, যা উড়ে, যা রে একাকী

ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি
যা উড়ে, যা উড়ে, যা রে একাকী
ছিন্ন শিকল পায়ে নিয়ে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link