Shudha Shindhu

গুরুর নামে সুধাসিন্ধু
পান করো তাহাতে বিন্দু
গুরুর নামে সুধাসিন্ধু
পান করো তাহাতে বিন্দু
সখা হবে দীনবন্ধু
তৃষ্ণা-ক্ষুধা রবে না রে
সখা হবে দীনবন্ধু
তৃষ্ণা-ক্ষুধা রবে না রে

দিবানিশি ডাকো, মন, তারে
ও, তারে ভাবলে পাপীর পাপ হরে
দিবানিশি ডাকো, মন, তারে
ও, তারে ভাবলে পাপীর পাপ হরে
দিবানিশি ডাকো, মন, তারে

প্রহ্লাদ হৃদয়ে করে
অগ্নিকুন্ডে প্রবেশ করে
প্রহ্লাদ হৃদয়ে করে
অগ্নিকুন্ডে প্রবেশ করে
নরসিংহ রূপ ধারণ করে
হরিণ কশব মারে
নরসিংহ রূপ ধারণ করে
হরিণ কশব মারে

দিবানিশি ডাকো, মন, তারে
ও, তারে ভাবলে পাপীর পাপ হরে
দিবানিশি ডাকো, মন, তারে
ও, তারে ভাবলে পাপীর পাপ হরে
দিবানিশি ডাকো, মন, তারে

ভাবলি না সুন্দর ভাবনা
মহাজনের ধন ১৬ আনা
ভাবলি না সুন্দর ভাবনা
মহাজনের ধন ১৬ আনা
লালন বলে মন রসনা
একদিন তাও ভাবলি না রে
লালন বলে মন রসনা
একদিন তাও ভাবলি না রে

দিবানিশি ডাকো, মন, তারে
ও, তারে ভাবলে পাপীর পাপ হরে
দিবানিশি ডাকো, মন, তারে
ও, তারে ভাবলে পাপীর পাপ হরে
দিবানিশি ডাকো, মন, তারে
ও, তারে ভাবলে-



Credits
Writer(s): Trad, Sukanti Roy, Anushree Gupta
Lyrics powered by www.musixmatch.com

Link