Pora Mon

ওরে স্বপ্নে পোড়া মন
ওরে স্বপ্নে পোড়া মন
ওরে স্বপ্নে পোড়া মন
ওরে স্বপ্নে পোড়া মন

স্বপ্ন দেখা তোর যে স্বভাব
পুড়ুক না বুক, থাকুক অভাব
আবার নতুন স্বপ্ন প্রয়োজন

ওরে স্বপ্নে পোড়া মন
ওরে স্বপ্নে পোড়া মন
ওরে স্বপ্নে পোড়া মন
ওরে স্বপ্নে পোড়া মন

তোর ব্যথারই আগুন আছে
আলোর খোঁজে জীবন বাঁচে
নতুন করে সাজাই মনের কোণ

ওরে স্বপ্নে পোড়া মন
ওরে স্বপ্নে পোড়া মন

ছুটছে সময় ঘড়ির কাঁটা, ব্যস্ত পায়ে তাই তো হাঁটা
আসুক যতই জোয়ার ভাটা, থামবো না
স্বপ্নগুলো হোক না ফিকে, বাঁচবো আবার হাসিমুখে
ছাই সরিয়ে খুঁজবো তোকে, কাঁদবো না

অন্য জীবন ডাকছে খালি, সাজাবো ঘর-গেরস্থালি
জানবো তোকে আমার আপনজন

ওরে স্বপ্নে পোড়া মন
ওরে স্বপ্নে পোড়া মন

মেঘলা দিনের বৃষ্টি দেখা, যতই ভেজাক চোখের পাতা
নতুন সকাল, ভোরের কথা ভুলবো না
স্বপ্ন রোদে শুকিয়ে নেবো, ইচ্ছে রঙে রাঙিয়ে নেবো
কান্না, তোকে বিদায় দেবো, বলবো না

কাঁদবো আমি মনের সুখে, বাঁচতে রাজি ব্যথা বুকে
তুই যে আমার সবথেকে আপন

ওরে স্বপ্নে পোড়া মন
ওরে স্বপ্নে পোড়া মন
ওরে স্বপ্নে পোড়া মন
ওরে স্বপ্নে পোড়া মন



Credits
Writer(s): Priyo Chattopadhyay, Devjit Roy
Lyrics powered by www.musixmatch.com

Link