Ami Akash Khola

আমি আকাশ খোলা মেঘের সাথে একা
আমার সাথে একলা যে সময়ে
আমি অজানা কোন পথের হাত ধরে(২)
সেই দূরের বাঁকে হারিয়েছি তোমায়
আমি আকাশ খোলা মেঘের সাথে একা

আমার মেঘলা দুপুর আলসে দিয়ে নামে(২)
কোথায় কথা হারায় কে তা জানে
ঝোড়ো হাওয়ায় দোলে বন্ধ পাখির খাঁচা
ফেরারই মন ভিজছে কোনখানে

আমি আকাশ খোলা মেঘের সাথে একা
আমার সাথে একলা যে সময়ে
আমি অজানা কোন পথের হাত ধরে(২)
সেই দূরের বাঁকে হারিয়েছি তোমায়
আমি আকাশ খোলা মেঘের সাথে একা

যখন বৃষ্টি নামে সারা শহর জুরে
নৌকো ভাসাই ছোট্টোবেলার সাথে
ঐ মেঘের পাড়ে ভাঙছে দেখো আলো
স্বপ্ন তোমার থাক না আমার হাতে

আমি আকাশ খোলা মেঘের সাথে একা(২)
আমার সাথে একলা যে সময়ে
আমি অজানা কোন পথের হাত ধরে(২)
সেই দূরের বাঁকে হারিয়েছি তোমায়
আমি আকাশ খোলা মেঘের সাথে একা



Credits
Writer(s): Bickram Ghosh, Sugato Guha
Lyrics powered by www.musixmatch.com

Link