I Am A War Child

I am a war child
Let not me grow wild
I am a war child
Let not you think blind

I am a war child
Let not me grow wild
I am a war child
Let not you think blind

জন্ম আমার মুক্তিযুদ্ধের পরে
১৯৭২-এ, ১৯৭২-এ
সেই থেকে খুঁজছি আমার বংশপরিচয়
সেই থেকে খুঁজছি আমার বংশপরিচয়

আমি এ দেশের
তবু এই দেশ আমার তো নয়
আমি এ দেশের
তবু এই দেশ আমার তো নয়

আমি এক যুদ্ধশিশু বেঁচে আছি যেন মৃত
অবহেলা অনাদরে
অবহেলা অনাদরে
অবহেলা অনাদরে

এই পৃথিবীতে জন্ম আমার
যেন আমার আজন্ম পাপ
সমাজের কাছে অনাহুত আমি
এক মহা অভিশাপ

কোন সে বীরাঙ্গনা ফেলে গেছে পথের ধারে
এ শিশুকে প্রসব করে
এ শিশুকে প্রসব করে
এ শিশুকে প্রসব করে

কোনোদিনও কি খুঁজেছে স্বদেশ
সেই অপরাধীকে
আমারই মতো যুদ্ধশিশু
করেছিল যে?

বিচার হতেই হবে এমন ঘৃণিত পাপের
কাফন নিলাম পরে
কাফন নিলাম পরে
কাফন নিলাম পরে

I am a war child
Let not me grow wild
I am a war child
Let not you think blind

জন্ম আমার মুক্তিযুদ্ধের পরে
১৯৭২-এ, ১৯৭২-এ
সেই থেকে খুঁজছি আমার বংশপরিচয়
সেই থেকে খুঁজছি আমার বংশপরিচয়

আমি এ দেশের
তবু এই দেশ আমার তো নয়
আমি এ দেশের
তবু এই দেশ আমার তো নয়

আমি এক যুদ্ধশিশু বেঁচে আছি যেন মৃত
অবহেলা অনাদরে
অবহেলা অনাদরে
অবহেলা অনাদরে



Credits
Writer(s): Neil Young
Lyrics powered by www.musixmatch.com

Link