Unisher Dak

উনিশে মে-
ভাষার জন্য লড়াই
ভাষার জন্য শহীদের জন্ম
ভাষার জন্য কবিতা, গান -
'উনিশের ডাক'

ডাকে ঐ একাদশ শহীদেরা ভাই
আর দেরি নয় দেরি নয় দেরি নয়
শোনো ডাকে ঐ একাদশ শহীদেরা ভাই
আর দেরি নয় দেরি নয় দেরি নয়
আর দেরি নয় দেরি নয় দেরি নয়
(এই সেই ঐতিহাসিক গান
গত চুয়ান্ন বছর ধরে বরাক উপাত্যকার লক্ষ
লক্ষ মানুষ যে গান কণ্ঠে নিয়ে স্মরণ করেন উনিশকে
এই সেই শিল্পী যার গলায় ১৯৬১ সালের একুশে মে শিলচরের মাঠ, ঘাট, আকাশ, বাতাস, জনপদ প্রথম শুনেছিলো সেই ভাষা শহীদের গান-

একাদশ শহীদের গান)

ডাকে ঐ একাদশ শহীদেরা ভাই
আর দেরি নয় দেরি নয় দেরি নয়
শোনো ডাকে ঐ একাদশ শহীদেরা ভাই
আর দেরি নয় দেরি নয় দেরি নয়
আর দেরি নয় দেরি নয় দেরি নয়



Credits
Writer(s): Shyamapada Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link