Mon Amar Deho Ghori

ঘড়ি দেখতে যদি হয় বাসনা
চইলা যাও গুরুর কাছে
যে ঘড়ি তৈয়ার করে সে লুকায় ঘড়ির ভিতরে
লুকায় ঘড়ির ভিতরে

Maker যদি হইতাম আমি
ঘড়ির jewel পালটাইতাম
Maker যদি হইতাম আমি
ঘড়ির jewel পালটাইতাম
জ্ঞান-নয়ন খুলিয়া যাইতো
দেখতে পাইতাম চোখের সামনে
মন আমার দেহঘড়ি

মন আমার দেহ ঘড়ি
সন্ধান করি, কোন মিস্ত্ররী বানাইছে
মন আমার দেহ ঘড়ি
মন আমার দেহ ঘড়ি
সন্ধান করি, কোন মিস্ত্ররী বানাইছে
মন আমার দেহ ঘড়ি

একখান চাবি মাইরা...
একখান চাবি মাইরা দিছে ছাইড়া
চাবি মাইরা দিছে ছাইড়া
জনম ভইরা চলতে আছে
মন আমার দেহ ঘড়ি

মন আমার দেহ ঘড়ি
সন্ধান করি, কোন মিস্ত্ররী বানাইছে
মন আমার দেহ ঘড়ি

মাটির একখান case বানাইয়া machine দিছে তার ভিতর
রং বেরং এর burnish করা দেখতে ঘড়ি কি সুন্দর
(দেখতে ঘড়ি কি সুন্দর)

মাটির একখান case বানাইয়া machine দিছে তার ভিতর
রং বেরং এর burnish করা দেখতে ঘড়ি কি সুন্দর
(দেখতে ঘড়ি কি সুন্দর)

দেহঘড়ি চৌদ্দতালা, তার ভিতরে দশটি নালা
দেহঘড়ি চৌদ্দতালা, তার ভিতরে দশটি নালা
নয়টি খোলা, একটি বন্ধ গোপনে একটি তালা আছে
মন আমার দেহ ঘড়ি

মন আমার দেহ ঘড়ি
সন্ধান করি, কোন মিস্ত্ররী বানাইছে
মন আমার দেহ ঘড়ি

ঘড়ির hair spring, জিবড়া casing, liver হইলো কলিজায়
ছয় তার বলে আজব কলে
দিবানিশি প্রেম খেলায়
দিবানিশি প্রেম খেলায়

ঘড়ির hair spring, জিবড়া casing, liver হইলো কলিজায়
ছয় তার বলে আজব কলে
দিবানিশি প্রেম খেলায়
দিবানিশি প্রেম খেলায়

তিন পাটে তার গড়ন সারা
Boiler machine-এর ঘোড়া
তিন পাটে তার গড়ন সারা
Boiler machine-এর ঘোড়া
তিনশ ষাটটি স্কুরুপ মারা
ষোলজন প্রহরী আছে
মন আমার দেহ ঘড়ি

মন আমার দেহ ঘড়ি
সন্ধান করি, কোন মিস্ত্ররী বানাইছে
মন আমার দেহ ঘড়ি

মন আমার দেহ ঘড়ি
সন্ধান করি, কোন মিস্ত্ররী বানাইছে
মন আমার দেহ ঘড়ি

এমন সাধ্য কার আছে ভাই
এই ঘড়ি তৈয়ার করে?
যে ঘড়ি তৈয়ার করে ভাই
লুকায় ঘড়ির ভিতরে
লুকায় ঘড়ির ভিতরে

এমন সাধ্য কার আছে ভাই
এই ঘড়ি তৈয়ার করে?
যে ঘড়ি তৈয়ার করে ভাই
লুকায় ঘড়ির ভিতরে
লুকায় ঘড়ির ভিতরে

তিন কাটা বারো jewel-এ
Minute কাটা হইলো দিলে
তিন কাটা বারো jewel-এ
Minute কাটা হইলো দিলে
ঘণ্টার কাটা হয় আক্কেলে
মনটারে তুই চিনে নিলে
মন আমার দেহ ঘড়ি

মন আমার দেহ ঘড়ি
সন্ধান করি, কোন মিস্ত্ররী বানাইছে
মন আমার দেহ ঘড়ি

একখান চাবি মাইরা...
একখান চাবি মাইরা দিছে ছাইড়া
চাবি মাইরা দিছে ছাইড়া
জনম ভইরা চলতে আছে
মন আমার দেহ ঘড়ি

মন আমার দেহ ঘড়ি
সন্ধান করি, কোন মিস্ত্ররী বানাইছে
মন আমার দেহ ঘড়ি
দেহ ঘড়ি
সন্ধান করি, কোন মিস্ত্ররী বানাইছে
মন আমার দেহ ঘড়ি



Credits
Writer(s): Abdur Rahman Boyati
Lyrics powered by www.musixmatch.com

Link