Bnaador

বলতে চাই, না, বলতে চাই না আসলে
ভাবতে চাই না 'কী হতো কী হলে'
খেলতে চাই না, ছাড়তে চাইছি এ খেলা
বাঁদরে মেরেছে ঢ্যালা
ওরে বাবারে!

Below the belt but oh so natural blame-এ
কিস্কিন্ধা policy-র পড়েছি প্রেমে
Sensitive ত্বক, নরম মনের ঝামেলা
সজোরে খেয়েছি ঠ্যালা

লাল বাঁদর, নীল বাঁদর
বল না, ভাড়া কতো তোর
তোর ঠমকে চমকে
লাগে কোমরের জোর
জানি রোজই লাগে টান
কে টেপে রোমশ কটি
কোন কোঠিতে নাচে তোর
मकान, कपड़ा और रोटी

উঁকি মেরে দেখুন গো
Key hole-এ কী होता हैं
কার ডুগডুগিতে নেচে
কার পাপোশে सोता हैं
মর্কট নিজের মর্জিতে
নাকি বড়ো বাঁদর has
ঠিক কার উস্কানিতে তোর
এই এত্তা बड़ा ল্যাজ

ভুল পরিসংখ্যানের
নেই ঐতিহাসিক দায়
Myth উল্লাসে হাসে
তাই মিথ্যে জিতে যায়

মুখ ভ্যাংচাবার সুযােগ
তাই যুগে যুগে তাের
নীতিহীনের আদরেই
তুই হয়েছিস বাঁদর

উফ কী জ্বালা, হায় রে কালা যাচ্ছলে
পরদ্রব্য খামচিও না, না বলে
সহবতের সুধা বৃথাই অপাত্রে ঢালা
বাঁদরে ছিঁড়েছে কলা

বাঁদর, নাচতে কতো নিস
Payment cash-এ না check-এ
বাঁদর, কার জন্য নাচিস
সুপারি নিস কী দেখে
বাঁদর, pay করবো কাকে
তােকে, না তাের দালালকে
বাচাল বাঁদরামিকে দেয়
Bureaucratic সমাজে

জাতচোর, লাথখাের
বান্দ্রলাল, বান্দ্রনীল
Rock 'n' roll, Jack 'n' Jill
রন্ধ্র কতোটা পিচ্ছিল

কোন খাপে ঢ্যামন size
কোন পাপের কেমন price
কেমন লাগছে limelight
Dear monkey worldy wise

বল বাঁদর, কত যাচ্ছে বাজারদর
শিথিল থলথলে শরীর
স্ফীত ঘুষখেকো উদর
জল্লাদের কী আহ্লাদে
বাজার চোষে তাের ওটি
চুষে ছিবড়ে করে দেয়
সম্মান, कपड़ा ও रोटी

উঁকি মেরে দেখুন গো
Key hole-এ কী होता हैं
কার ডুগডুগিতে নেচে
কার পাপোশে सोता हैं
মর্কট নিজের মর্জিতে
নাকি বড় বাঁদর has
ঠিক কোন চুলকানিতে তোর
এই এত্তা बड़ा ল্যাজ
এত্তা बड़ा ল্যাজ

লাল বাঁদর, বাঁদর নীল
বান্দ্রলাল, বান্দ্রনীল
Rock 'n' roll, Jack 'n' Jill
রন্ধ্র কতোটা পিচ্ছিল

বাল বাঁদর, বাঁদর নীল
বান্দ্রবাল, বান্দ্রনীল
Rock 'n' roll, Jack 'n' Jill
রন্ধ্র কতোটা পিচ্ছিল



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link