Danober Utthan

"এক নম্বরের গেটে ক্রসিংয়ে দুটি বাসের মুখোমুখি–"
"Indeed suicide, and further–"
"রেললাইনের ধারে এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ
আত্মহত্যা না পরিকল্পিত খুন, পুলিশ এখনো–"
"–So, three day, people outside the train–"
"আমরা কিছু করতে পারি নাই"
"–কাটা পড়ে মৃত্যু হয়"
"The killer was white, and seven year old son, before taking his own wife
In Snellville, Georgia, we have more now from our reporter Mark Thomas this evening–"

সমুদ্র এক বিশাল "(seven heads)" পশু উঠছে "(and horns)"
এবং তাহার শৃঙ্গবদ্ধ দশ কিরীট
এবং তাহার মস্তকগুলিতে ঈশ্বর-নিন্দার কতিপয় নাম
সেই যে পশুকে আমি দেখিলাম, সে চিতাবাঘের তুল্য
আর তাহার চরণ ভল্লুকের ন্যায়, ভল্লুক
সিংহমুখের ন্যায় (ভল্লুক যদি এসে যায়?)
আর সেই নাগ আপনার পরাক্রম ও আপনার সিংহাসন
ও মহৎ কর্তৃত্ব তাহাকে দান করিল

পরে দেখিলাম, তাহার ঐ সকল মস্তকের মধ্যে একটা মস্তক
যেন মৃত্যুজনক আঘাতে আহত হইয়াছিল
আর তাহার সেই মৃত্যুজনক আঘাতের প্রতীকার করা হইল
আর সমুদয় পৃথিবী চমৎকার জ্ঞান করিয়া সেই পশুর পশ্চাৎ চলিল
আর তাহারা নাগের ভজনা করিল, কেননা সে সেই পশুকে আপন কর্তৃত্ব দিয়াছিল
আর তাহারা সেই পশুর ভজনা করিল, কহিল, এই পশুর তুল্য কে?
এবং ইহার সহিত কে যুদ্ধ করিতে পারে?
আর এমন এক মুখ তাহাকে দত্ত হইল, যাহা দর্প ও ঈশ্বরনিন্দা করে
এবং তাহাকে বিয়াল্লিশ মাস পর্যন্ত কার্য করিবার ক্ষমতা দেওয়া গেল
তাহাতে সে ঈশ্বরের নিন্দা করিতে মুখ খুলিল, তাঁহার নামের ও তাঁহার তাম্বুর
এবং স্বর্গবাসী সকলের নিন্দা করিতে লাগিল "(স্বর্গবাস সবার হবে, সব মানুষের–)"

আর সে ক্ষুদ্র ও মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও দাস
সকলকেই দক্ষিণ হস্তে কিম্বা ললাটে ছাপ ধারণ করায়
আর ঐ পশুর ছাপ অর্থাৎ নাম কিম্বা নামের সংখ্যা যে কেহ ধারণ না করে
তাহার ক্রয় বিক্রয় করিবার অধিকার বদ্ধ করে
এইস্থলে জ্ঞান দেখা যায়, যে বুদ্ধিমান, সে ঐ পশুর সংখ্যা গণনা করুক
কেননা তাহা মনুষ্যের সংখ্যা
এবং সেই সংখ্যা
Six-six-six!



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link