Harano Padak

Oh, f-
It's stolen, man!

মাঝরাতে লাইব্রেরীতে
তারই অপেক্ষায় বসে
ভাবছি কতক্ষণে সে আসবে
আমার নিদ্রাহীনতার দেশে
সঙ্গিনী অশরীরী
কখনও এতটা করে না দেরি
সে চুরি করে হৃদয়― হৃদয়েই বন্দিনী
সে এক অভিশপ্ত জাদুকরী

কখনও জীবিত তাকে ভালবাসিনি
আমি অদৃশ্য দেহের পড়েছি প্রেমে
রাতে তার উপস্থিতির অনুভূতি চুড়ির রিনিঝিনি
দিনে তৈলচিত্র বাঁধানো ফ্রেমে

মণিহারা সুন্দরী― দোহাই দোহাই
হয়ে সাতনহলা হার চাই ছুঁতে হৃদয়ের খোয়াই
এ বস্তুবাদের আবাদে তোমার পুনর্জন্ম হোক
পড়ে মৃত্যুপুরীতে তোমার হারানো পদক

একা এ প্রাসাদে আমি
যে প্রাসাদ আমার থেকেও দামী
কাউন্ট ড্রাকুলার মতো ব্যাকুল আসামী
জেলখানা খাঁ খাঁ শূন্যস্থান
তার আগমনী ধ্বনিতে
প্লাবন ওঠে আমার শোণিতে
সে বোধহয় জন্ম নেয় আমার ভূত-যোনিতে
সে আমার ক্ষুধিত পাষাণ

আত্মাকে পিছু ফিরতে মানা করিনি
কোনো তীর্থে দেওয়া হয়নি পিন্ডদান
কবরে চিতাতে তার দেহ আমি নষ্ট করিনি
তার অঙ্গপ্রত্যঙ্গে সাজিয়েছি মাকান

দেহহারা সুন্দরী― দোহাই দোহাই
করুক অবাধ্য বুলেট বিদ্ধ এ হৃদয়ের খোয়াই
এ বস্তুবাদের আবাদে তোমার পুনর্জন্ম হোক
পড়ে মৃত্যুপুরীতে তোমার হারানো পদক

মণিহারা সুন্দরী― দোহাই দোহাই
হয়ে সাতনহলা হার চাই ছুঁতে হৃদয়ের খোয়াই
এ বস্তুবাদের আবাদে তোমার পুনর্জন্ম হোক
পড়ে মৃত্যুপুরীতে তোমার হারানো পদক



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link