Paliye Berai

কমছে না বাড়ছে বাজার দর
সূর্য ঢেকেছে সব flyover
ছুটি পাচ্ছে না কেউ রবিবার
ছোট flat-এ রাখা tip-top সংসার

ঘুমিয়ে কেটে যাচ্ছে আমার অবসর সময়
চারিদিকে ভীষণ অপচয়
ঘামে ভিজে রোজকার বাড়ি ফেরার routine-এ
এক চিলতে শান্তির কী আশায়?
পালিয়ে বেড়াই, পালিয়ে বেড়াই

ভুল রাস্তায় আমি ভুল করে
উল্টোদিকের দান এত মত লয়ে
বিপদ কখনো বলে আসে না
ঢুকে পড়লে বেরোনো যাবে না

যতই বদলাতে চাক ওই পাগলা গানের দল
জীবন এখনও সবার অচল
মিথ্যে পরিবর্তনের কথা শুনতে না পেরে
মানিয়ে নিই অলস শহরে
পালিয়ে বেড়াই, পালিয়ে বেড়াই

আমি পালিয়ে বেড়াই
আমি পালিয়ে বেড়াই
আমি পালিয়ে বেড়াই
আমি পালিয়ে বেড়াই



Credits
Writer(s): Lakkhichhara
Lyrics powered by www.musixmatch.com

Link