Saral Bolia - Original

সরল বলিয়া চড়িলং গাছে
সরল বলিয়া চড়িলং গাছে
ডাল ভাঙ্গি পইল মস্তকে
ডাল ভাঙ্গি পইল মস্তকে

কোন বিধি জড়াইলেন আমায় প্রেম গাছে
নামিলে সেই প্রাণ বাঁচে
নামিলে সেই প্রাণ বাঁচে
কোন বিধি জড়াইলেন আমায় প্রেম গাছে

ওরে ও চিকন কালা, ওরে ও চিকন কালা
ছাড়িয়া দে মোর কাঙ্খের কলস, যায় বেলা
ওরে ও চিকন কালা, ওরে ও চিকন কালা
ছাড়িয়া দে মোর কাঙ্খের কলস, যায় বেলা

ঢেউ লাগি কলসি ভাঙ্গে
ঢেউ লাগি কলসি ভাঙ্গে
কান্তা রই মোর কাথতে
কান্তা রই মোর কাথতে
কোন বিধি জড়াইলেন আমায় প্রেম গাছে
নামিলে সেই প্রাণ বাঁচে
নামিলে সেই প্রাণ বাঁচে
কোন বিধি জড়াইলেন আমায় প্রেম গাছে

ওরে ও চিকন কালা, ওরে ও চিকন কালা
ছাড়িয়া দে মোর কাঙ্খের কলস, যায় বেলা
ওরে ওরে ও চিকন কালা, ওরে ও চিকন কালা
ছাড়িয়া দে মোর কাঙ্খের কলস, যায় বেলা

সরল বলিয়া চড়িলং গাছে
সরল বলিয়া চড়িলং গাছে
ডাল ভাঙ্গি পইল মস্তকে
ডাল ভাঙ্গি পইল মস্তকে

কোন বিধি জড়াইলেন আমায় প্রেম গাছে
নামিলে সেই প্রাণ বাঁচে
নামিলে সেই প্রাণ বাঁচে
কোন বিধি জড়াইলেন আমায় প্রেম গাছে



Credits
Writer(s): Swapan Basu
Lyrics powered by www.musixmatch.com

Link