Girja Moshjid Mondir

খোদা, ভগবান, ঈশ্বর
খোদা, ভগবান, ঈশ্বর
বাঁধেন ঘর মানুষ তোমার অন্তরে
তাঁরে তুমি খোঁজো গীর্জা, মসজিদ, মন্দিরে
তাঁরে তুমি খোঁজো গীর্জা, মসজিদ, মন্দিরে

খোদা, ভগবান, ঈশ্বর
খোদা, ভগবান, ঈশ্বর
বাঁধেন ঘর মানুষ তোমার অন্তরে
তাঁরে তুমি খোঁজো গীর্জা, মসজিদ, মন্দিরে
তাঁরে তুমি খোঁজো গীর্জা, মসজিদ, মন্দিরে

মাতাপিতার সেবা করো, সেবায়ই আল্লাহ
সেবার মাঝে ভারি হবে পুণ্যেরই পাল্লা
মাতাপিতার সেবা করো, সেবায়ই আল্লাহ
সেবার মাঝে ভারি হবে পুণ্যেরই পাল্লা
ধর্ম আর কর্ম আছে নিজের ভেতরে
ধর্ম আর কর্ম আছে নিজের ভেতরে

তাঁরে তুমি খোঁজো গীর্জা, মসজিদ, মন্দিরে
তাঁরে তুমি খোঁজো গীর্জা, মসজিদ, মন্দিরে

দুস্থজনের সেবা করো, সেবায়ই ঈশ্বর
মানবমনের গীর্জায় তিনি বাঁধেন তাহার ঘর
দুস্থজনের সেবা করো, সেবায়ই ঈশ্বর
মানবমনের গীর্জায় তিনি বাঁধেন তাহার ঘর
অন্তরচক্ষুতে দেখো নিজের ভেতরে
অন্তরচক্ষুতে দেখো নিজের ভেতরে

তাঁরে তুমি খোঁজো গীর্জা, মসজিদ, মন্দিরে
তাঁরে তুমি খোঁজো গীর্জা, মসজিদ, মন্দিরে

দেশ ও দশের সেবা করো, সেবা ভগবান
সেবার মাঝে আছেন তিনি প্রার্থনারই দান
দেশ ও দশের সেবা করো, সেবা ভগবান
সেবার মাঝে আছেন তিনি প্রার্থনারই দান
পূজা আর্চনা করো নিজের ভেতরে
পূজা আর্চনা করো নিজের ভেতরে

তাঁরে তুমি খোঁজো গীর্জা, মসজিদ, মন্দিরে
তাঁরে তুমি খোঁজো গীর্জা, মসজিদ, মন্দিরে

খোদা, ভগবান, ঈশ্বর
খোদা, ভগবান, ঈশ্বর
বাঁধেন ঘর মানুষ তোমার অন্তরে
তাঁরে তুমি খোঁজো গীর্জা, মসজিদ, মন্দিরে
তাঁরে তুমি খোঁজো গীর্জা, মসজিদ, মন্দিরে

খোদা, ভগবান, ঈশ্বর
খোদা, ভগবান, ঈশ্বর
বাঁধেন ঘর মানুষ তোমার অন্তরে
তাঁরে তুমি খোঁজো গীর্জা, মসজিদ, মন্দিরে
তাঁরে তুমি খোঁজো গীর্জা, মসজিদ, মন্দিরে
তাঁরে তুমি খোঁজো গীর্জা, মসজিদ, মন্দিরে
তাঁরে তুমি খোঁজো গীর্জা, মসজিদ, মন্দিরে



Credits
Writer(s): Prince Mahmud
Lyrics powered by www.musixmatch.com

Link