Khelaghar Bnadhte Legechi

প্রভাতে পথিক ডেকে যায়
অবসর পাই নে আমি হায়
প্রভাতে পথিক ডেকে যায়
অবসর পাই নে আমি হায়

বাহিরের খেলায় ডাকে সে...

যাব কী ক'রে?

খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে
খেলাঘর বাঁধতে লেগেছি...
কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে?
খেলাঘর বাঁধতে লেগেছি...

যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি
পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি
যে আমার নতুন খেলার জন
তারই এই খেলার সিংহাসন
যে আমার নতুন খেলার জন
তারই এই খেলার সিংহাসন

ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে?
খেলাঘর বাঁধতে লেগেছি...
...মনের ভিতরে
খেলাঘর বাঁধতে লেগেছি...



Credits
Writer(s): Arka Sinha, Shibasish Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link