Aji Jharo Jharo Mukharo

আজি ঝড় ঝড় মুখরো বাদোরো দিনে
জানি নে জানি নে
কিছুতে কেনযে মনো লাগেনা
ঝড় ঝড় মুখরো বাদোরো দিনে
আজি ঝড় ঝড় মুখরো বাদোরো দিনে
এই চঞ্চলো সজলো পবনো বেগে
উদভ্রান্ত মেঘে মনো চায় মনো চায়
এই চঞ্চলো সজলো পবনো বেগে
উদভ্রান্ত মেঘে মনো চায় মনো চায়
ওই বালাকার পথখানি নিতে চিনে
আজি ঝড় ঝড় মুখরো বাদোরো দিনে
মেঘমল্লার এই সারাদিনো মান আজি ঝড়নারো গান আজি ঝড়নারো গান
মেঘমল্লার এই সারাদিনো মান আজি ঝড়নারো গান
আজি ঝড়নারো গান
মোন হারাবার আজি বেলা পথ ভুলিবার খেলা মনো চায় মনো চায়
হৃদয়ো জরাতে কারো চিরঋণি আজি ঝড় ঝড় মুখরো বাদোরো দিনে
আজি ঝড় ঝড় মুখরো বাদোরো দিনে
জানি নে জানি নে
কিছুতে কেনযে মনো লাগেনা
ঝড় ঝড় মুখরো বাদোরো দিনে
আজি ঝড় ঝড় মুখরো বাদোরো দিনে



Credits
Writer(s): Manna Dey
Lyrics powered by www.musixmatch.com

Link