Pataldangar Amra Kajan

লা গ্রান্ডি!

পটলডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান
পটলডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান
ক্যাবলা, হাবুল, টেনিদা আর লিকলিকে এই প্যালারাম
পটলডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান

আমার দামাল, করছি রে কামাল, সামাল দেবার কেউ তো নাই
ঝঞ্ঝা-ঝড়ে চলছি উড়ে যখন যেমন সুযোগ পাই
স্বপ্নমাখা ইচ্ছেগুলো দুই হাতে সব ছড়ালাম
দুই হাতে সব ছড়ালাম-লাম-লাম-লাম

পটলডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান

চলতে পথে খাই না হোঁচট, পরীক্ষাতে হোঁচট খাই
স্বাস্থ্য, ভূগোল, ইংরেজিতে বছর বছর গোল্লা পাই
সিঁড়িভাঙা অংক দেখে খাঁচাছাড়া আত্মারাম
বাবা, খাঁচাছাড়া আত্মারাম-রাম-রাম-রাম

পটলডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান

ঘুটঘুটে রাত জোছনা ঝলমল, ঘুটঘুটে রাত অন্ধকার
ভয় করি না বাঘের থাবা, আসুক না ভূত একটিবার
একটি চড়েই ভুলিয়ে দেবো ভূতের বাবার আসল নাম

পটলডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান
ক্যাবলা, হাবুল, টেনিদা আর লিকলিকে এই প্যালা, প্যালারাম
পটলডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান



Credits
Writer(s): Ajoy Das, Shibdas Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link