Mor Gaan Gun Gun

গুন গুন মন ভ্রমরা-
কোথা যাস কিসের এ ত্বরা,
কেন আর মিছে এ ফুল সে ফুল করা,
আকাশে রঙ ধরেছে-
নদী দুই কুলে ভরেছে-
এসেছে দারুন ফাগুন আগুন ভরা।

গুন গুন মন ভ্রমরা-
কোথা যাস কিসের এ ত্বরা,
কেন আর এ ফুল সে ফুল করা।

লাল পলাশের বনের ডাক শুনে কি,
দিন দিন রজনী ছিলে কাল গুনে কি,
লাল পলাশের বনের ডাক শুনে কি,
দিন দিন রজনী ছিলে কাল গুনে কি,
হায়রে তোর বকুল শিমুল পারুল মরেছে,
নীল নীল রঙ পারিজাতের পাপড়ি ঝরেছে,
এবার যে তোর সময় হল ঘরেতে ফেরা...

গুন গুন মন ভ্রমরা-
কোথা যাস কিসের এ ত্বরা,
কেন আর মিছে এ ফুল সে ফুল করা,
আকাশে রঙ ধরেছে-
নদী দুই কুলে ভরেছে-
এসেছে দারুন ফাগুন আগুন ভরা।

গুন গুন গুঞ্জনের নেশায় সব ভুলেছো,
দোল দোল দোলনায় দ্যোদুলদোল দুলেছো,
গুন গুন গুঞ্জনের নেশায় সব ভুলেছো,
দোল দোল দোলনায় দ্যোদুলদোল দুলেছো,
এমনি দিন আর ক'দিন বাদ যাবেনা,
টলমল মল ফুলের মধুর স্বাদ পাবেনা,
সময় তখন হবে দু'চোখ ভরে যে কাঁদার...

গুন গুন মন ভ্রমরা-
কোথা যাস কিসের এ ত্বরা,
কেন আর মিছে এ ফুল সে ফুল করা,
আকাশে রঙ ধরেছে-
নদী দুই কুলে ভরেছে-
এসেছে দারুন ফাগুন আগুন ভরা।



Credits
Writer(s): Raichand Boral, Sailen Roy
Lyrics powered by www.musixmatch.com

Link