Aamar Mon Dotarar Ekti Taar

আমার মন-দোতারার একটি তার
বাজে বসন্তবাহারে
আর একটি তারে শুনি সেই চেনা সুর
দিন তো গেল সন্ধ্যা হল পার কর আমারে

আমার ফুল বাগানে ফোটেরে
ওই একই বৃন্তে দু'টি ফুল
ফোটেরে একই বৃন্তে দু'টি ফুল
তার একটি দখিন হাওয়া মেখে
সুখের আবেশে দোদুল
আর একটি নিথর নীরব চেয়ে থেকে ভাবে
এই ফাগুনেই পথ পাব কি দুঃখ-সুখের পারে?
আমি এই ফাগুনেই পথ পাব কি দুঃখ-সুখের পারে?

আমার দুই নয়নের একটি নয়ন
রূপের নেশায় মগন
আর একটি জলে ভাসে
আকাশে বাতাসে
খোঁজে অরূপ রতন
আমার দুই নয়নের একটি নয়ন
রূপের নেশায় মগন
আর একটি জলে ভাসে
আকাশে বাতাসে
খোঁজে অরূপ রতন

আমার সাধের নদী বহে রে
ওই একই স্রোতে দু'ধারায়
বহেরে একই স্রোতে দু'ধারায়
তার একটি তীরে তীরে মাতে
মধুর জীবন মেলায়
আর একটি যেতে যেতে
থমকে থেমে বলে
"আর কতকাল বইবো আমার ক্লান্ত জীবনটারে?
আমি আর কতকাল বইবো আমার ক্লান্ত জীবনটারে?"

আমার মন-দোতারার একটি তার
বাজে বসন্তবাহারে
আর একটি তারে শুনি সেই চেনা সুর
দিন তো গেল সন্ধ্যা হল পার কর আমারে

দিন তো গেল সন্ধ্যা হল পার কর আমারে



Credits
Writer(s): Jatileswar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link