Narration - 6

নীতিন্দ্রনাথের মৃত্যুতে কবির পুরোনো এক ব্যথার তন্ত্রীতে নতুন করে আঘাত লাগল
মনে পড়ল কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথের অকস্মাৎ ফাঁকি দিয়ে চলে যাওয়া
১৩০৯ সালের সাতই অঘ্রান কবিপত্নী মৃণালিনীর মৃত্যু হয় সকলের সেবাযত্ন ব্যর্থ করে
এর ঠিক পাঁচ বছর পরে ১৩১৪ সালের সাতই অঘ্রানে
মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে গেল মাতৃহারা কনিষ্ঠ সন্তান সমীকে

স্ত্রীর মৃত্যুর পর বুকের কাছে ধরে যাকে পরম স্নেহে যত্নে
গড়ে তুলেছিলেন নিজের মতো করে
সেই ধনটিকে হারিয়েও মৃত্যুর কাছে নত হতে পারেননি তিনি
দু'মাস পরেই লিখেছেন, "ঈশ্বর যাহা দিয়াছেন তাহা গ্রহণ করিয়াছি
আরো দুঃখ যদি দেন তো তাহাও শিরোধার্য করিয়া লইব
আমি পরাভূত হইব না"

সমীন্দ্রনাথের শেষকৃত্য সম্পন্ন করে পরের রাতে
মুঙ্গের থেকে ট্রেনে যখন ফিরছিলেন
তখন দেখলেন জোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে
কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই
লিখলেন, "মন বললে, কম পড়েনি
সমস্তের মধ্যে সবই রয়ে গেছে, আমিও তারই মধ্যে
সমস্তের জন্য আমার কাজও বাকি রইল
যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে"



Credits
Writer(s): Sukanta Bhattachariya
Lyrics powered by www.musixmatch.com

Link