Narration - 8

কবির মধ্যমা কন্যা রেণুকা আক্রান্ত হলেন যক্ষায়
সদ্য মাতৃহারা কন্যার অসুস্থতা কবিকে স্থির থাকতে দিলো না
ছুটে গেলেন তার কাছে
তার সেবা-শুশ্রূষার সব দায়িত্ব তুলে নিলেন নিজের হাতে
একসময় রোগের প্রথম অবস্থায় শান্তিনিকেতনে বারান্দার এক কোণে বসে
উপনিষদের মন্ত্র পড়ে শোনাতেন মেয়ের কাছে
হয়তো মেয়ের মন তৈরি করে দিতে চেয়েছিলেন
সংসার ছেড়ে যেতে তার কষ্টের লাঘব যাতে হয়
তাই শেষ লগ্নটি যেদিন এলো, বাবার হাত চেপে ধরে সে বলেছিল
"বাবা, পিতা নোহসি বলো"

বাবাকে আশ্রয় জেনে, বাবার কাছে থাকার আনন্দে বিভোর হয়ে
সেই মন্ত্র শুনতে শুনতে চেনা সংসারের দুয়ারটুকু কত সহজে পার হয়ে গেল



Credits
Writer(s): Sukanta Bhattachariya
Lyrics powered by www.musixmatch.com

Link