Narration - 12

দিনের আলো ফুটে উঠছে, নিঃশ্বাসও আসছে ধীরে ধীরে শান্ত হয়ে
রামানন্দ বাবু সাতটার সময় এসে তাঁর খাটের কাছে বসে উপাসনা করলেন
বাড়ির মেয়েরা ক্ষণে ক্ষণে ব্রহ্মসংগীত গেয়ে উঠছেন
স্তবের গুঞ্জনধ্বনিতে ঘরের মধ্যে দেবালয়ের আভাস উঠছে জেগে
সকালের আলোর সঙ্গে সঙ্গে বেড়ে উঠছে লোকের ভিড়
মনে হচ্ছে, সবই ছায়াবাজি, মায়া
কী ভীষণ মিথ্যা এই পৃথিবী! যেন ভোজবাজির চাদরে ঢাকা
যা সত্য, তারই অনন্ত সঙ্গমে চলেছেন গুরুদেব
তাঁর শেষ নিঃশ্বাস ক্রমে ক্রমে শমে এসে থামল

বৃহস্পতিবার, সাতই অগাস্ট বেলা ১২ টা দশ মিনিটে
গুরুদেবের নির্লিপ্ত আত্মা মুক্তি পেল দেহবন্ধন থেকে



Credits
Writer(s): Sukanta Bhattachariya
Lyrics powered by www.musixmatch.com

Link