Prathom Sabkichhu

প্রথম school-এ যাবার দিন, প্রথমবার fail
প্রথম ছুটি হাওড়া থেকে ছেলেবেলার rail
প্রথম খেলা lake-এর মাঠে, প্রথম football
মান্না, পিকে, চুনীর ছবি, বিরাট সম্বল

প্রথম শেখা ইমন রাগ, প্রথম ঝাপ তাল (প্রথম ঝাপ তাল)
প্রথম দেখা শহরজোড়া বিরাট হরতাল (বিরাট হরতাল)
প্রথমবার লুকিয়ে টানা প্রথম cigarette (প্রথম cigarette)
প্রথমবার নিজামে গিয়ে কাবাব ভরপেট

এই শহর জানে আমার প্রথম সবকিছু
পালাতে চাই যত, সে আসে আমার পিছু পিছু

প্রথম প্রেমে পড়ার পর সবাই পস্তায়
হন্যে হয়ে class পালিয়ে ঘুরেছি রাস্তায়
প্রথম প্রেম ঘুচে যাওয়ার যন্ত্রণাকে নিয়ে
কান্না চেপে ঘুরেছিলাম তোমারই পথ দিয়ে

এই শহর জানে আমার প্রথম সবকিছু
পালাতে চাই যত, সে আসে আমার পিছু পিছু

প্রথম দেখা লাল নিশান, মিছিল কলতান
প্রথম শোনা জনসভায় "হেই সামালো ধান"
প্রথম দেখা তরুণ লাশ চলছে ভেসে ভেসে
দিনবদল করতে গিয়ে শহিদ হল শেষে

প্রথম দেখা ভিখারিনীর কোলে শহিদ শিশু
প্রথম দেখা আস্তাকুঁড়ে কলকাতার যীশু
প্রথম দেখা দিন-দুপুরে পুলিশ ঘুস খায়
প্রথম জানা পয়সা দিয়ে সবই কেনা যায়

এই শহর জানে আমার প্রথম সবকিছু
পালাতে চাই যত, সে আসে আমার পিছু পিছু

প্রথম যৌবনের শেষে মাঝ বয়েসে আসা (মাঝ বয়েসে আসা)
Guitar নিয়ে গান ধরেছে আমার ভালোবাসা (আমার ভালোবাসা)
প্রথম যৌবনের শেষে মাঝ বয়েসে আসা (মাঝ বয়েসে আসা)
Guitar নিয়ে গান ধরেছে আমার ভালোবাসা (আমার ভালোবাসা)
লজ্জা, ঘৃণা, রাগের পরে এটাও বুঝি থাকে
এটাই দেবো তোমায় আর এই শহরটাকে



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link