Amar Desh

ঠিক যেখানে দিনের শুরু
ঠিক যেখানে দিনের শুরু, অন্ধ কালো রাত্রী শেষ
মন যতদূর চায়ছে যেতে, ঠিক ততদূর আমার দেশ
ঠিক যেখানে দিনের শুরু, অন্ধ কালো রাত্রী শেষ
মন যতদূর চায়ছে যেতে, ঠিক ততদূর আমার দেশ

এই কাটাতার জঙ্গীবিমান, এই পতাকা রাষ্ট্র নয়
দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যদোয়
এই কাটাতার জঙ্গীবিমান, এই পতাকা রাষ্ট্র নয়
দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যদোয়

এই মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক
এই মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক

দেশ মানে কেউ ভোরের স্লেটে লিখছে প্রথম নিজের নাম
হাওয়ার বুকে দোলছে ফসল একটু বেঁচে থাকার দাম
দেশ মানে কেউ ভোরের স্লেটে লিখছে প্রথম নিজের নাম
হাওয়ার বুকে দোলছে ফসল একটু বেঁচে থাকার দাম

সব মানুষের স্বপ্ন তোমার চোখের তাঁরায় সত্যি হোক
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক
সব মানুষের স্বপ্ন তোমার চোখের তাঁরায় সত্যি হোক
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক

এই মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক
সব মানুষের স্বপ্ন তোমার চোখের তাঁরায় সত্যি হোক
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক
এই মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক
সব মানুষের স্বপ্ন তোমার চোখের তাঁরায় সত্যি হোক
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক



Credits
Writer(s): Samir Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link