Kolkata Tumi Ekhon Kaar

তিনটি অজগ্রাম- সুতানুটি, গোবিন্দপুর, কলিকাতা
এই নিয়েই আমাদের আজকের শহর কলকাতা

তুমি আমার ঠোঁট ফোলানো অভিমান
তুমি আমার ছোট্টবেলার কলের গান
তুমি আমার পুজোর থালার পারিজাত
তুমি আমার হারিয়ে যাওয়া খেলার মাঠ

তুমি আমার ঠোঁট ফোলানো অভিমান
তুমি আমার ছোট্টবেলার কলের গান
তুমি আমার পুজোর থালার পারিজাত
তুমি আমার হারিয়ে যাওয়া খেলার মাঠ

বলো সুতানুটি, তুমি এখন কার?
বলো সুতানুটি, তুমি এখন কার?

তুমি আমার জীবনভরের আবোলতাবোল
তুমি আমার ভীষণ গ্রীষ্মে হঠাৎ বাদল
তুমি আমার জীবনভরের আবোলতাবোল
তুমি আমার ভীষণ গ্রীষ্মে হঠাৎ বাদল
তুমি আমার নিত্যদিনের বাদ-প্রতিবাদ
তুমি আমার সত্যি-মিথ্যে, খাঁটি ও খাদ

বলো গোবিন্দপুর, তুমি এখন কার?
বলো গোবিন্দপুর, তুমি এখন কার?

তুমি আমার কানামাছির ভোঁ ভোঁ
তুমি আমার তাজা দিনের তরতাজা গোঁ
তুমি আমার কানামাছির ভোঁ ভোঁ
তুমি আমার তাজা দিনের তরতাজা গোঁ
তুমি আমার ফুলচন্দন হাড়িকাট
তুমি আমার জল সইতে পুকুরঘাট

বলো কলিকাতা, তুমি এখন কার?
বলো কলিকাতা, তুমি এখন কার?

তুমি আমার বঞ্চনাতে নিঃস্ব ছায়া
তুমি আমার ক্লান্তদিনের ছায়ার কায়া
তুমি আমার বঞ্চনাতে নিঃস্ব ছায়া
তুমি আমার ক্লান্তদিনের ছায়ার কায়া
তুমি আমার ডুবে যাওয়ার একটু শ্বাস
তুমি আমার চোখের চাওয়ার সর্বনাশ

বলো কলকাতা, তুমি এখন কার?
বলো কলকাতা, তুমি এখন কার?

আমার কলকাতা, তুমি এখন কার?
আমার কলকাতা, এখন তুমি কার?



Credits
Writer(s): Samir Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link