Jaat Gelo Jaat Gelo

সত্য কাজে কেউ নয় রাজি
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না না

জাত গেল, জাত গেল বলে
এ কি আজব কারখানা
জাত গেল, জাত গেল বলে
এ কি আজব কারখানা
জাত গেল, জাত গেল বলে

আসবার কালে কী জাত ছিলে?
এসে তুমি কী জাত হলে?
আসবার কালে কী জাত ছিলে?
এসে তুমি কী জাত হলে?
কী জাত হবা যাবার কালে?
কী জাত হবা যাবার কালে?
সে কথা ভেবে বলো না

জাত গেল, জাত গেল বলে
এ কি আজব কারখানা
জাত গেল, জাত গেল বলে

ব্রাহ্মণ, চন্ডাল, চামার, মুচি
এক জলে হয় সব গো শুচি
ব্রাহ্মণ, চন্ডাল, চামার, মুচি
এক জলে হয় সব গো শুচি
দেখে শুনে হয় না রুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না

জাত গেল, জাত গেল বলে

গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কী ক্ষতি হয়?
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কী ক্ষতি হয়?
লালন বলে জাত কারে কয়
লালন বলে জাত কারে কয়
এ ভ্রম তো গেল না

জাত গেল, জাত গেল বলে
এ কি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না না



Credits
Writer(s): Traditional, Surajit Das
Lyrics powered by www.musixmatch.com

Link