Mahut Bondhu Re

তোমরা গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধু রে?

তোমরা গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধু রে?

হস্তির নড়ান, হস্তির চড়ান
টাকুয়া বাঁশের আড়া
হস্তির নড়ান, হস্তির চড়ান
টাকুয়া বাঁশের আড়া

ওরে কি সাপে দংশিলেক
বন্ধুয়াক বন্ধুয়া
পা হল মোর খোড়া রে

আর গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধু রে?
তোমরা গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধু রে?

ওঝায় ঝাড়ে, গুনিকের ঝাড়ে
ঢেঁকিয়ার আদাল দিয়া
ওঝায় ঝাড়ে, গুনিকের ঝাড়ে
ঢেঁকিয়ার আদাল দিয়া

ওরে, মুই নারিটা ঝাড়ং
বন্ধুয়া কেশের আগাঁল দিয়া রে

আর গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধু রে?
তোমরা গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধু রে?

হস্তির নড়ান, হস্তির চড়ান
হস্তির গলায় দড়ি
ওরে, সত্য করিয়া কনরে মাহুত
কোনবা ও দেশে বাড়ি রে?

আর গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধু রে?

হস্তির নড়ান, হস্তির চড়ান
হস্তির গলায় দড়ি
ওরে, সত্য কইরা কনরে মাহুত
ঘরেতে কয়জন নারী রে?

আর গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধু রে?

তোমরা গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধু রে?
তোমরা গেলে কি আসিবেন



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link