Abhimani Aghran

মনে পরে আজ সে ছবি
ফ্যাকাশে তুলিতে রাঙানো...
পুরনো ছন্দেরা সবিই
ভাঙা গিটারে জড়ানো...

মনে পরে আজ সে ছবি
ফ্যাকাশে তুলিতে রাঙানো...
পুরনো ছন্দেরা সবিই
ভাঙা গিটারে জড়ানো...

মনে পরে আজও সে গান
এলোমেলো সুরে সুর মেলানো...
মাতোয়ারা ছিল প্রান
লাল রাস্তার বুকে হারানো...

তবে কেনো আজ এ শহরে
মনে সুধু ব্যাথা জমানো...
তবে কেনো আজ এ শহরে
মনে সুধু ব্যাথা জমানো...

মনে পরে আজও সে নদী
ফেলে আসা কৃষ্ণচুরায়...
ছায়া ঘেরা বিধিতরে
যায় ছুটে সাতটা ঘোড়া...

মনে পরে আজও সে নদী
ফেলে আসা কৃষ্ণচুরায়...
ছায়া ঘেরা বিধিতরে
যায় ছুটে সাতটা ঘোড়া...

মনে পরে আজও সে নাম
চুপি সারে যাকে কাছে ডাকলাম...
বৃষ্টি ভেজা স্নান
মেঘে চায় তারি দুদিনের দাম...

মন ভেসে ছিলো সেই মেঘে
অভিমানি তাই অঘ্রাণ...
মন ভেসে ছিলো সেই মেঘে
অভিমানি তাই অঘ্রাণ...

ফিরে আসি বারে বারে
হারানো সেই গানের খাতায়...
স্মৃতি ভরা অঘ্রাণে
ঝাপ্সা দু চোখ হয়ে যায়...

ফিরে আসি বারে বারে
হারানো সেই গানের খাতায়...
স্মৃতি ভরা অঘ্রাণে
ঝাপ্সা দু চোখ হয়ে যায়...

ফিরে আসে সেই ঘ্রাণ
ফিরে আসে সবুজের কলতান...
বৃষ্টি ভেজা স্নান
মেঘে চায় তার দুদিনের দাম...

মন হারিয়ে গেছে সে মেঘে
অভিমানি আজও অঘ্রাণ...
মন হারিয়ে গেছে সে মেঘে
অভিমানি আজও অঘ্রাণ...

মন হারিয়ে গেছে সে মেঘে
অভিমানি আজও অঘ্রাণ...



Credits
Writer(s): Jack Rabbit, Anubrato Ghatak, Bibaswan Palchaudhury
Lyrics powered by www.musixmatch.com

Link