Amaar Ami Ke

ঘরের কোনে পরে থাকা
ছবি গুলোতে, হারিয়ে গেছে সে...
মনের কোনে জমে থাকা
স্মৃতি গুলোতে হারিয়ে গেছে সে...

কারা জেনো খোজে তাকে
চোখের কোনে লুকিয়ে থাকে
সময়ের টানে পিছু ডাকে সে...

কারা জেনো খোজে তাকে
চোখের কোনে লুকিয়ে থাকে...
সময়ের টানে পিছু ডাকে সে
আমার আমি কে, হারিয়ে...

তারা মুক্ত সে সুরে
মুক্তির গান গেয়ে
খুজে বেড়ায় তাকে...

তারা আলোর সেই গানে
আমার সেই গানে
মুক্তি দেয় তাকে...

আলো, কত আলো আজ
আলো, কত আলো...
আলো, কত আলো আজ
আলো, কত আলো...

আলো, কত আলো আজ
আলো, কত আলো...
আলো, কত আলো আজ
আলো, কত আলো...

কারা জেনো খোজে তাকে
চোখের কোনে লুকিয়ে থাকে
সময়ের টানে পিছু ডাকে সে...

কারা জেনো খোজে তাকে
চোখের কোনে লুকিয়ে থাকে...
সময়ের টানে পিছু ডাকে সে
আমার, আমি কে, হারিয়ে...

তারা মুক্ত সে সুরে
মুক্তির গান গেয়ে
খুজে বেড়ায় তাকে...

তারা আলোর সেই গানে
আমার সেই গানে
মুক্তি দেয় তাকে...

তারা মুক্ত সে সুরে
মুক্তির গান গেয়ে
খুজে বেড়ায় তাকে...

তারা আলোর সেই গানে
আমার সেই গানে
মুক্তি দেয় তাকে...

তারা মুক্ত সে সুরে
মুক্তির গান গেয়ে
খুজে বেড়ায় তাকে...

তারা আলোর সেই গানে
আমার সেই গানে
মুক্তি দেয় তাকে...



Credits
Writer(s): JACK RABBIT, UTSAV GUHATHAKURTA
Lyrics powered by www.musixmatch.com

Link