Porashonaye Jalanjoli

পড়াশোনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছো কি?
তোমরা বলছো, 'আমাদের জীবনের চার আনাই ফাঁকি'
পড়াশোনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছো কি?
তোমরা বলছো, 'আমাদের জীবনের চার আনাই ফাঁকি'

হে, ১৬ আনা থেকে যদি চার আনা যায়
হিসেব দাঁড়ায় এসে ১২ আনায়
কিন্ত ১২ আনাতে আমরা খুশি
আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি

হে, ১৬ আনা থেকে যদি চার আনা যায়
হিসেব দাঁড়ায় এসে ১২ আনায়
কিন্ত ১২ আনাতে আমরা খুশি
আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি

মানি না, মানবো না, তাই করছো ছিঃ ছিঃ ছিঃ
তোমরা বলছো, 'অবাধ্য জীবনের আট আনাই ফাঁকি'
মানি না, মানবো না, তাই করছো ছিঃ ছিঃ ছিঃ
তোমরা বলছো, 'অবাধ্য জীবনের আট আনাই ফাঁকি'

হে, ১৬ আনা থেকে যদি আট আনা যায়
হিসেব দাঁড়ায় এসে সেই আট আনায়
কিন্ত আট আনাতেই আমরা খুশি
আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি

হে, ১৬ আনা থেকে যদি আট আনা যায়
হিসেব দাঁড়ায় এসে সেই আট আনায়
কিন্ত আট আনাতেই আমরা খুশি
আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি

আমাদের পরকাল ঝরঝরে ভেবে দুঃখ করছো কি?
তোমরা বলছো, 'এলোমেলো জীবনের ১২ আনাই ফাঁকি'
আমাদের পরকাল ঝরঝরে ভেবে দুঃখ করছো কি?
তোমরা বলছো, 'এলোমেলো জীবনের ১২ আনাই ফাঁকি'

হে, ১৬ আনা থেকে যদি ১২ আনা যায়
হিসেব দাঁড়ায় এসে মোটে চার আনায়
কিন্তু চার আনাতেই আমরা খুশি
আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি

হে, ১৬ আনা থেকে যদি ১২ আনা যায়
হিসেব দাঁড়ায় এসে মোটে চার আনায়
কিন্তু চার আনাতেই আমরা খুশি
আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি

ভালো, ভালোবাসা তোমরা জানো কি?
ভালোবাসতে না জানলে জীবনের ১৬ আনাই ফাঁকি
ভালো, ভালোবাসা তোমরা জানো কি?
ভালোবাসতে না জানলে জীবনের ১৬ আনাই ফাঁকি

হে, ১৬ আনা থেকে যদি ১৬ আনা যায়
হিসেবটা কষে দেখো দাঁড়াও কোথায়
শুধু শুন্য, শুন্য, শুন্য রাশি রাশি
তোমাদের কথা ভেবে আমরা হাসি

হে, ১৬ আনা থেকে যদি ১৬ আনা যায়
হিসেবটা কষে দেখো দাঁড়াও কোথায়
শুধু শুন্য, শুন্য, শুন্য রাশি রাশি
তোমাদের কথা ভেবে আমরা হাসি



Credits
Writer(s): Goutam Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link