Ghore Pherar Gaan

আমি গাই ঘরে ফেরার গান
উতলা কেন এ প্রাণ
শুধু যে ডাকে ফিরে আমাকে
বিদেশ বিভুঁইয়ে পড়ে আছি
তবু ছাড়ে না কেন ছাড়ে না পিছুটান

আমি তাই এখনো ক্লান্তিহীন
চলেছি রাত্রি দিন
শুনি চমকে, যাই থমকে
কোথা হতে যেন ভেসে আসে সুর
চেনা, খুব চেনা মন মাঝে অমলিন

ফিরবো বললে ফেরা যায় নাকি
পেরিয়েছো দেশ-কাল জানো নাকি এ সময়
এখনো সামনে পথ হাঁটা বাকি
চাইলেও দিতে পারবে না ফাঁকি নিশ্চয়
ফিরবো বললে ফেরা যায় নাকি
পেরিয়েছো দেশ-কাল জানো নাকি এ সময়
এখনো সামনে পথ হাঁটা বাকি
চাইলেও দিতে পারবে না ফাঁকি নিশ্চয়

আমি চাই ফিরে যেতে সেই গাঁয়
বাঁধানো বটের ছায়
সেই নদীটির হাওয়া ঝিরঝির
মনের গভীরে পড়ে থাকা যত
স্মৃতি-বিস্মৃতি কখনো কি ভোলা যায়

আমি প্রায়ই এখনো খুঁজি সে দেশ
জানি নেই অবশেষ
মারিচীকা হায় স্বপ্ন দেখায়
শৈশবে আর ফেরা যাবে না তো
নেই, পথ নেই, হারিয়ে গেছে সে দেশ

ফিরবো বললে ফেরা যায় নাকি
পেরিয়েছো দেশ-কাল জানো নাকি এ সময়
এখনো সামনে পথ হাঁটা বাকি
চাইলেও দিতে পারবে না ফাঁকি নিশ্চয়
ফিরবো বললে ফেরা যায় নাকি
পেরিয়েছো দেশ-কাল জানো নাকি এ সময়
এখনো সামনে পথ হাঁটা বাকি
চাইলেও দিতে পারবে না ফাঁকি নিশ্চয়

আমি চাই ফিরে যেতে সেই গাঁয়
বাঁধানো বটের ছায়
সেই নদীটির হাওয়া ঝিরঝির
মনের গভীরে পড়ে থাকা যত
স্মৃতি-বিস্মৃতি কখনো কি ভোলা যায়

আমি প্রায়ই এখনো খুঁজি সে দেশ
জানি নেই অবশেষ
মারিচীকা হায় স্বপ্ন দেখায়
শৈশবে আর ফেরা যাবে না তো
নেই, পথ নেই, হারিয়ে গেছে সে দেশ



Credits
Writer(s): Traditional, Gautam Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link