Chander Gaye Chand Legeche

ফকির লালন ভেবে বলে
ছেলে মরে মাকে ছুঁলে গো
ছেলে মরে মাকে ছুঁলে গো
আবার এই তিন কথার অর্থ নইলে
এই তিন কথার অর্থ নইলে
তার হবে না ফকিরি

চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করবো কী?
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
ঝিয়ের পেটে মায়ের জন্ম
ঝিয়ের পেটে মায়ের জন্ম
তাতে তোমরা বলবে কী?

চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করবো কী?
চাঁদের গায়ে চাঁদ লেগেছে

তিন মাসের এক কন্যা ছিল
নয় মাসে তার গর্ভ হলো গো
নয় মাসে তার গর্ভ হলো গো
আবার ১১ মাসে তিনটি সন্তান
১১ মাসে তিনটি সন্তান
কে বা করবে ফকিরি?

চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করবো কী?
চাঁদের গায়ে চাঁদ লেগেছে

ঘর আছে তার, দুয়ার নাই
লোক আছে তার, বাক্য নাই রে
লোক আছে তার, বাক্য নাই রে
আবার কে বা তারে আহার যোগায়
কে বা তাহারে আহার যোগায়
কে বা দেয় সন্ধ্যাবাতি

চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করবো কী?
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
ঝিয়ের পেটে মায়ের জন্ম
ঝিয়ের পেটে মায়ের জন্ম
তাতে তোমরা বলবে কী?

চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করবো কী?
চাঁদের গায়ে চাঁদ লেগেছে



Credits
Writer(s): Lalan Fakir
Lyrics powered by www.musixmatch.com

Link