Dhiko Dhiko

ও কী ধিকো, ধিকো, ধিকো, মইশাল
ও মইশাল, ধিকো তোমার হিয়া
কোন পরানে যাইছেন, মইশাল
আমাগো ছাড়িয়া, মইশাল ও

ও কী ধিকো, ধিকো, ধিকো, মইশাল
ও মইশাল, ধিকো তোমার হিয়া
কোন পরানে যাইছেন, মইশাল
আমাগো ছাড়িয়া, মইশাল

ওরে হাট-বা যাইছেন, বাজার যাইছেন
ও বন্ধু, কিনিয়া আনবেন কী?
ছাওয়াল বাঁধে লাল হাতুয়া মোর দাঁতের মিশি, মইশাল ও

ওরে হাট-বা যাইছেন, বাজার যাইছেন
ও বন্ধু, কিনিয়া আনবেন কী?
ছাওয়াল বাঁধে লাল হাতুয়া মোর দাঁতের মিশি, মইশাল ও

ওরে তোমরা যাইবেন চাকরিক, মইশাল
মইশাল, মজুলিতে হিয়া
আর কতকাল রাখিব যৌবন অঞ্চলে বাঁধিয়া, মইশাল ও

ওরে তোমরা যাইবেন চাকরিক, মইশাল
মইশাল, মজুলিতে হিয়া
আর কতকাল রাখিব যৌবন অঞ্চলে বাঁধিয়া, মইশাল ও

ও কী ধিকো, ধিকো (মইশাল)
ও কী ধিকো, ধিকো
ও কী ধিকো, ধিকো
ও কী ধিকো, ধিকো
ও কী ধিকো, ধিকো

ও কী ধিকো, ধিকো (মইশাল রে)
ও কী ধিকো, ধিকো
ও কী ধিকো, ধিকো
ও কী ধিকো, ধিকো (মইশাল)
ও কী ধিকো, ধিকো
ও কী ধিকো, ধিকো
ও কী ধিকো, ধিকো
ও কী ধিকো, ধিকো (মইশাল)



Credits
Writer(s): Rupankar
Lyrics powered by www.musixmatch.com

Link