Halud Gandar Phool - Original

হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল
এনে দে এনে দে নইলে রাঁধব না, বাঁধব না চুল
কুসমী-রঙ শাড়ি, চুড়ি বেলোয়ারি
কুসমী-রঙ শাড়ি, চুড়ি বেলোয়ারি
কিনে দে হাট থেকে, এনে দে মাঠ থেকে
বাবলা ফুল, আমের মুকুল
নইলে রাঁধব না, বাঁধব না চুল

কুমকুম পাহাড়ে শাল-বনের ধারে
কুমকুম পাহাড়ে শাল-বনের ধারে
বসবে মেলা আজি বিকাল বেলায়
দলে দলে পথে চলে সকাল হতে
দলে দলে পথে চলে সকাল হতে
বেদে-বেদেনী নূপুর বেঁধে পায়
যেতে দে ওই পথে বাঁশি শুনে শুনে পরান বাউল

নইলে রাঁধব না, বাঁধব না চুল
নইলে রাঁধব না, বাঁধব না চুল

পলার মালা নাই কী যে করি ছাই
পলার মালা নাই
গাঁথব মালা রে, এনে দে এনে দে এনে দে রে সিঁয়া-কূল
যেতে দে ওই পথে বাঁশি শুনে শুনে পরান বাউল

নইলে রাঁধব না, বাঁধব না চুল
নইলে রাঁধব না, বাঁধব না চুল
রাঁধব না, বাঁধব না চুল
নইলে রাঁধব না, বাঁধব না চুল
রাঁধব না, বাঁধব না চুল
নইলে রাঁধব না, বাঁধব না চুল



Credits
Writer(s): Kazi Islam
Lyrics powered by www.musixmatch.com

Link