Soi Bhalo Kore Binod Beni - Original

সই, ভালো করে বিনোদ-বেণী বাঁধিয়া দে
সই, ভালো করে বিনোদ-বেণী বাঁধিয়া দে
মোর বঁধু যেন বাঁধা থাকে বিনুনী-ফাঁদে
বেণী বাঁধিয়া দে
সই, ভালো করে বিনোদ-বেণী বাঁধিয়া দে

চপল পুরুষ সে তাই কুরুশ কাঁটায়
রাখিব খোঁপার সাথে বিঁধিয়া লো তায়
তাহে রেশমি জাল বিছায়ে দে ধরিতে চাঁদে

সই, ভালো করে বিনোদ-বেণী বাঁধিয়া দে

বাঁধিতে সে বাঁধন-হারা বনের হরিণ
জড়ায়ে দে জরীণ ফিতা মোহন ছাঁদে
প্রথম প্রণয়-রাগের মতন আলতা রঙে
রাঙায়ে দে চরণ মোর এমনি ঢঙে
সই, পায়ে ধরে বঁধু যেন আমারে সাধে
সই, পায়ে ধরে বঁধু যেন আমারে সাধে

সই, ভালো করে বিনোদ-বেণী বাঁধিয়া দে



Credits
Writer(s): Kazi Islam
Lyrics powered by www.musixmatch.com

Link