Baishaaka Hey

বৈশাখ হে, মৌনী তাপস
কোন অতলের বাণী
এমন কোথায় খুঁজে পেলে
তপ্ত ভালের দীপ্তি ঢাকি
মন্থর মেঘখানি এল
গভীর ছায়া ফেলে
বৈশাখ হে, মৌনী তাপস

রুদ্রতপের সিদ্ধি এ কি
ওই যে তোমার বক্ষে দেখি
ওরই লাগি আসন পাতো
হোমহুতাশন জ্বেলে

বৈশাখ হে, মৌনী তাপস

নিঠুর, তুমি তাকিয়েছিলে
মৃত্যুক্ষুধার মতো
তোমার রক্তনয়ন মেলে
ভীষণ, তোমার প্রলয়সাধন
প্রাণের বাঁধন যত
যেন হানবে অবহেলে

হঠাৎ তোমার কণ্ঠে এ যে
আশার ভাষা উঠল বেজে
দিলে, দিলে, দিলে
তরুণ শ্যামল রূপে করুণ সুধা ঢেলে

বৈশাখ হে, মৌনী তাপস
কোন অতলের বাণী
এমন কোথায় খুঁজে পেলে
তপ্ত ভালের দীপ্তি ঢাকি
মন্থর মেঘখানি এল
গভীর ছায়া ফেলে
বৈশাখ হে, মৌনী তাপস



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link