Shiter Haoar

শীতের হাওয়ায় লাগল নাচন
লাগল নাচন আমলকির এই ডালে ডালে
পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে
ঝরিয়ে দিল তালে তালে
শীতের হাওয়ায় লাগল নাচন
লাগল নাচন আমলকির এই ডালে ডালে

উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে
উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে
তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে

শীতের হাওয়ায় লাগল নাচন
লাগল নাচন আমলকির এই ডালে ডালে

শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগি রইনু বসে
সকল বেলা তারি লাগি
শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগি রইনু বসে
সকল বেলা তারি লাগি

শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে
শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে
সব খোওয়াবার সময় আমার হবে কখন কোন সকালে?

শীতের হাওয়ায় লাগল নাচন
লাগল নাচন আমলকির এই ডালে ডালে
পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে
ঝরিয়ে দিল তালে তালে
শীতের হাওয়ায় লাগল নাচন
লাগল নাচন আমলকির এই ডালে ডালে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link