Se Chole Gechhe Bole - Original

সে চলে গেছে বলে
সে চলে গেছে বলে কি গো
স্মৃতিও হায় যায় ভোলা!
তার, স্মৃতিও হায় যায় ভোলা!
সে চলে গেছে বলে
সে চলে গেছে বলে

আজও মনে হলে তার কথা
আজও মনে হলে তার কথা
মর্মে সে মোর দেয় দোলা
আজও মর্মে সে মোর দেয় দোলা
সে চলে গেছে বলে

ওই প্রতিটি ধুলি কনায়
আছে তার ছোঁয়া লেগে হেথায়
ওই প্রতিটি ধুলি কনায়
আছে তার ছোঁয়া লেগে হেথায়
আজও তাহারই আসার আশায়
আজও তাহারই আসার আশায়
রাখি মোর ঘরের সব দ্বার খোলা
রাখি মোর ঘরের সব দ্বার খোলা
সে চলে গেছে বলে

হেথা সে এসেছিল যবে
ঘর ভরে ছিল ফুল উৎসবে
হেথা সে এসেছিল যবে
ঘর ভরে ছিল ফুল উৎসবে
মোর কাজ ছিল শুধু ভবে
তার হার গাঁথা আর ফুল তোলা
তার হার গাঁথা আর ফুল তোলা

সে নাই বলে বেশি করে
শুধু তার কথাই মনে পড়ে
সে নাই বলে বেশি করে
শুধু তার কথাই মনে পড়ে
হেরি তার ছবি ভূবনভরে
হেরি তার ছবি ভূবনভরে
তারে ভুলিতে মিছে বলা
তারে ভুলিতে মিছে বলা
তারে ভুলিতে মিছে বলা
তারে ভুলিতে মিছে বলা
তারে ভুলিতে মিছে বলা
তারে ভুলিতে মিছে বলা

সে চলে গেছে বলে কি গো
স্মৃতিও হায় যায় ভোলা!
তার, স্মৃতিও হায় যায় ভোলা!
সে চলে গেছে বলে
সে চলে গেছে বলে
সে চলে গেছে বলে



Credits
Writer(s): Girin Chakrabarty, Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link