Para Janame Jadi Asi E Dharay - Original

পর জনমে যদি আসি এ ধরায়
ক্ষণিক বসন্ত যেন না ফুরায়
পর জনমে যদি আসি এ ধরায়
ক্ষণিক বসন্ত যেন না ফুরায়
পর জনমে যদি আসি এ ধরায়
ক্ষণিক বসন্ত যেন না ফুরায়

মিলনে নাহি যেন রহে অবসাদ
ক্ষয় নাহি হয় যেন ফাল্গুনী চাঁদ
মিলনে নাহি যেন রহে অবসাদ
ক্ষয় নাহি হয় যেন ফাল্গুনী চাঁদ
কণ্ঠলগ্ন মোর প্রিয়ার বাঁধন
খুলিয়া না পড়ে যেন নিশি না পোহায়
ক্ষণিক বসন্ত যেন না ফুরায়

পর জনমে যদি আসি এ ধরায়
ক্ষণিক বসন্ত যেন না ফুরায়

বাসি নাহি হয় যেন রাতের মালা
ভরা থাকে যৌবন-রস-পেয়ালা
বাসি নাহি হয় যেন রাতের মালা
ভরা থাকে যৌবন-রস-পেয়ালা

জীবনে মরণে রবে না স্মৃতি
পুরাতন হবে না প্রেম-গীতি
জীবনে মরণে রবে না স্মৃতি
পুরাতন হবে না প্রেম-গীতি
রবে অভিমান, রবে না বিরহ
ফিরে যেন আসে প্রিয়া মাগিয়া বিদায়
ক্ষণিক বসন্ত যেন না ফুরায়

পর জনমে যদি আসি এ ধরায়
ক্ষণিক বসন্ত যেন না ফুরায়



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link