Machher Kanta

মাছের কাঁটা
খোপার কাঁটা
মাছের কাঁটা, খোপার কাঁটা
রকম কাঁটার অনেক রকম
ফুলের কাঁটা চেয়েও
পিরিত কাঁটা জখম

মাছের কাঁটা
খোপার কাঁটা
মাছের কাঁটা, খোপার কাঁটা
কাঁটা অনেক রকম
ফুলের কাঁটার চেয়েও
পিরিত কাঁটা জখম

মাছের কাঁটা
খোপার কাঁটা
বুঝলেন বুঝলেন
বুঝলেন কি কথা টা?

কাঞ্চহ পোকা
শ্যামা পোকা
কাঞ্চহ পোকা, শ্যামা পোকা
পোকা নানান জাতি
এত পোকার মধ্যে শুধু
জোনাকি দেয় বাতি

কাঞ্চহ পোকা
শ্যামা পোকা
কাঞ্চহ পোকা, শ্যামা পোকা
পোকা নানান জাতি
এত পোকার মধ্যে শুধু
জোনাকি দেয় বাতি

কাঞ্চহ পোকা
শ্যামা পোকা
বুঝলেন বুঝলেন
বুঝলেন-কি কথা টা?

কালো টাকা
কালো বাজার
কালো টাকা, কালো বাজার
কালো কথা মুখে
নয়ত কালো শিশুর হাসি
মায়ের শিতল বুকে

কালো টাকা
কালো বাজার

পাথর ভাংগে
কাচ ভাংগে
পাথর ভাংগে, কাচ ভাংগে
ভাংগে নদির কুল
ঘর ভাংগে কপাল ভাংগে
ভাংগে না তো ভুল
পাথর ভাংগে
লা লা লালা
লা লা লালা



Credits
Writer(s): Rahul Dev Burman, Gouri Prasanna Mazumdar
Lyrics powered by www.musixmatch.com

Link