Emon Madhur Sandhyay

এমন মধুর সন্ধ্যায় একা কি থাকা যায়

এমন মধুর সন্ধ্যায় একা কি থাকা যায়
খুঁজে নাও, বেছে নাও, তুমি সাথী কে
আলোতে, আঁধারে, প্রেমেরি খেলাতে,
মন যাকে চায়. হা আ, হা আ
আহারু আহারু, আহমর আহমর,
মন যাকে চায়।
এমন মধুর সন্ধ্যায় একা কি থাকা যায়
খুঁজে নাও, বেছে নাও, তুমি সাথী কে
আলোতে, আঁধারে, প্রেমেরি খেলাতে,
মন যাকে চায়. হা আ, হা আ
আহারু আহারু, আহমর আহমর,
মন যাকে চায়।

আজকে নেশা নেশা, কাল নেশা থাকবে না
আজকে আমি প্রিয়া, কাল মনে রাখবে না
আসলে, নকলে, মিলেছে যেখানে,
সব চেনা দায়
খুঁজে নাও, বেছে নাও, তুমি সাথী কে
আলোতে, আঁধারে, প্রেমেরি খেলাতে
মন যাকে চায়.
আহারু আহারু, আহমর আহমর,
মন যাকে চায়।

এমন মধুর সন্ধ্যায় একা কি থাকা যায়
খুঁজে নাও, বেছে নাও, তুমি সাথী কে
আলোতে, আঁধারে, প্রেমেরি খেলাতে,
মন যাকে চায়.
আহারু আহারু, আহমর আহমর,
মন যাকে চায়।

আমি হেরে গেছি, প্রেমেরি খেলাতে
একদিন হারিয়ে যাবো জীবনেরি মেলাতে
বুঝতে পারো কি? কি বলে তোমাকে?
আঁখি ইশারায়.
খুঁজে নাও, বেছে নাও, তুমি সাথী কে
আলোতে, আঁধারে, প্রেমেরি খেলাতে
মন যাকে চায়.
আহারু আহারু, আহমর আহমর,
মন যাকে চায়।

এমন মধুর সন্ধ্যায় একা কি থাকা যায়
খুঁজে নাও, বেছে নাও, তুমি সাথী কে
আলোতে, আঁধারে, প্রেমেরি খেলাতে,
মন যাকে চায়. হা আ, হা আ
আহারু আহারু, আহমর আহমর,
মন যাকে চায়।



Credits
Writer(s): R D Burman, Swapan Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link